শিক্ষণীয় ৬টি মাস্টারপিস মুভি বা সিরিজ - এডুকেশন ক্যাটাগরির কিছু মুভি বা সিরিজ

প্রিয় মুভি পাগল পাঠক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এডুকেশনাল সেক্টর থেকে বাছাই করা ৬টি মুভি নিয়ে।

movie

কিছু মুভি থাকে স্পেশাল, যা আমাদের মনে যায়গা করে নেয়।এর প্রতিটা ক্যারেক্টার এর প্রেমে পরে যাই আমরা। এমনই ৬ টা দুরদান্ত মুভি/সিরিজ নিয়ে স্পয়লারবিহীন আলাপ করবো আজকের এই সম্পূর্ণ ব্লক পোষ্টের মধ্যে। আশা করছি এই মুভি গুলোর মধ্যে আপনারও পছন্দের মুভি গুলো রয়েছে। 

পোস্ট সূচীপত্রঃ শিক্ষণীয় ৬টি মাস্টারপিস মুভি বা সিরিজ এবং এডুকেশন ক্যাটাগরির কয়েকটি মুভির নাম

রাজকুমার হিরানি প্রযোজিত থ্রি ইডিয়টস

#1 🎬 3 Idiots (2009)

Genre: Comedy, Drama

Cast: **Aamir khan**, madhavan, sharman joshi, boman irani, kareena kapoor

Director: Rajkumar hirani

Imdb: 8.4 (419K)

বিশ্বের সেরার সেরা মুভির তালিকা করলে সবার উপড়ের দিকেই থাকবে কিংবদন্তি আমীর খান অভিনীত ও রাজকুমার হিরানী পরিচালিত এই মাস্টারপিস মুভিটি। যেই মুভির জন্য কোনো বিষেশন এর প্রয়োজন পড়েনা। শতবার দেখলেও বোরিং হওয়ার সুযোগ নেই, এডুকেশন সিস্টেম নিয়ে এখনো অবধি তৈরি বেস্ট মুভি।

রাঘব সুব্বু প্রযোজিত কোটা ফ্যাক্টরি

#2 🎬 Kota Factory (2019-21)

Genre: Adventure, Drama

Cast: Jitendra Kumar, Mayur More

Director: Raghav Subbu

Imdb: 9 (78K)

বাংলাদেশের এডমিশন টাইমে যারা ফারমগেট কোচিং-এ ছিল তারা সবচেয়ে বেশি রিলেট করতে পারবে৷ ইন্ডিয়ার কোটা নামক যায়গায় এডমিশন এর জার্নিটা দেখানো হয়েছে এই ওয়েবসিরিজে। জিতু ভাইয়া সহ সকল ক্যারেক্টার আমাদের মন জয় করে নিয়েছে।

বিধু বিনোদ চোপড়া প্রযোজিত টুয়েলভ ফেল

#3 🎬 12th Fail (2023)

Genre: Adventure, Drama, Biography

Cast: Vikrant Massey, Medha Shankar, Anshuman Pushkar

Director: Vidhu Binod Chopra

Imdb: 9.2 (25K)

বিধু বিনোদ চোপড়া নামের সাথে আমরা সকলেই পরিচিত। 3 Idiot, PK, Munna Bhai মুভিগুলো তারই প্রোডাকশন হাউজ থেকে তৈরি। এবার তার ডিরেকশন এই তৈরি হলো আরেকটি মাস্টারপিস মুভি। এবছরের সেরা এই মুভিটি একটি মাস্টওয়াচ মুভি।

অপূর্ব সিং কারকি প্রযোজিত এসপিরান্টস

#4 🎬 Aspirants (2021)

Genre: Adventure, Drama

Cast: Naveen Kasturia, Shivankit Singh Parihar

Director: Apoorv Singh Karki

Imdb: 9.2 (308K)

কোটা ফ্যাক্টরির মত একই ধাচের আরেকটি মাস্টারপিস হলো এই ওয়েব সিরিজটি। আপনার যদি 12th Fail দেখে ভাল্লাগে তাহলে এইটা আপনার জন্য মাস্টওয়াচ। এইটা দেখে উদ্ভাসের সেই বিখ্যাত ডায়লগটি কানে বেজে উঠবে, লেগে থাকো সৎ ভাবে স্বপ্নজয় তোমারই হবে।

নিতেশ তিওয়ারি প্রযোজিত ছিছোরে

#5 🎬 Chhichhore (2019)

Genre: Comedy, Drama

Cast: Sushant sing rajpoot, Shraddha kapoor, Naveen Polishetty

Director: Nitesh Tiwari

Imdb: 8.3 (61K)

Dungaal খ্যাত ডিরেক্টর নিতেশ তিওয়ারি পরিচালিত শুশান্ত সিং রাজপুত অভিনীত দুরদান্ত মুভি। হেরে যাওয়ার মাঝেও জয় খুজে নিতে অবশ্যই এই মুভি মাস্টওয়াচ।

বিকাশ বহল প্রযোজিত সুপার থার্টি

#6 🎬 Super 30 (2019)

Genre: Biography, Drama, Comedy

Cast: Hrithtic Roshan, Mrunal Thakur

Director: Vikas Bahl

Imdb: 8 (36K)

হ্রিত্বিক রোশানকে আমরা একশন অবতারেই বেশি দেখি, কিন্তু জিন্দেগী না মিলেগী দোবারা, সুপার থার্টি মুভিগুলোতে ওকে দেখা মানে চোখের প্রশান্তি৷ দারুন কাহিনী নিয়ে তৈরি এটি আরেকটি মাস্টারপিস মুভি এই জনরায়।

উপরোক্ত সবগুলী মুভিই আমার পছন্দের লিস্টে উপড়ের দিকে আছে। নতুন করে যুক্ত হলো 12th Fail, ভালো লাগছে যে একটা বক্সঅফিস আন্ডাররেটেড মুভি সকলের আলোচনায় আসছে এবং প্রশংসা পাচ্ছে।

শেষ কথা-শিক্ষণীয় ৬টি মুভি

এতক্ষণ যে পোস্টটি আপনি ধৈর্য সহকারে এমনকি মনোযোগ সহকারে পড়ছিলেন সেই পোস্টটি ছিল শিক্ষণীয় ৬টি মাস্টারপিস মুভি বা সিরিজ এই সম্পর্কে। আশা করি আমাদের এই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে শিক্ষণীয় ৬টি মাস্টারপিস মুভি বা সিরিজ এবং এডুকেশন ক্যাটাগরির কয়েকটি মুভির নাম এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন।

যদি আপনার কাছে মনে হয়ে থাকে আমাদের আজকের এই পোষ্টের মধ্যে আপনার প্রশ্নের সমস্ত উত্তর গুলো আমরা দিতে সক্ষম হয়েছি তাহলে অবশ্যই পোস্টের নিচে একটি মন্তব্য করে যাবেন কারণ আপনার একটি মন্তব্য আমাদের পোস্ট লেখার আগ্রহ কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। এছাড়াও আপনি চাইলে আমাদের এই পোস্টটি আপনার ফেসবুক আইডিতে এমন কি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন কারণ তারাও এই পোস্টটি পড়ার মাধ্যমে শিক্ষণীয় ৬টি মাস্টারপিস মুভি বা সিরিজ এই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ধারণাগুলো পেয়ে যাবে। এছাড়াও এই সম্পর্কিত আরো পোস্ট পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটটি আপনি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ড্রিম সেন্টার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url