প্রিয় পাঠক আপনি যদি ইচ্ছা করে থাকেন যে আপনি কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে
যাবেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।
কারণ আজকের এই পোষ্টের মধ্যে আমরা আপনাকে জানাতে যাচ্ছি যে আপনি কক্সবাজার সমুদ্র
সৈকত যাওয়ার পর যে হোটেল গুলিতে রাত্রি কালীন যাপন করবেন সেই রাত্রি কালীন যাপন
করার হোটেলগুলোর সম্পর্কে। আপনাকে এই পোস্টটির মাধ্যমে জানানো
হবে কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের ১০টি হোটেল সম্পর্কে। তাই চলুন
সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিই এবং জেনে নিই কক্সবাজার সমুদ্র সৈকতের
১০টি ভালো মানের হোটেল সম্পর্কে
পোস্ট সূচিপত্রঃ কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের ১০টি হোটেল
কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক রকমের হোটেল রয়েছে যে হোটেল গুলোতে আপনি কক্সবাজার
ভ্রমণ করতে যাওয়ার পর রাত্রে যাপন করতে পারবেন। এখন আজকে আমরা আপনাকে কিছু
হোটেল সম্পর্কে জানাবো যে হোটেল গুলোর বৈশিষ্ট্যটা কেমন এবং তারা কিভাবে আপনাকে
সার্ভিস প্রদান করতে পারে সেই সম্পর্কে। আশা করছি এই পোস্টটি পড়ার মাধ্যমে
সমুদ্র সৈকতের ১০টি হোটেল সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন।
কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের হোটেল গুলোতে কি ধরনের সার্ভিস প্রদান করে
থাকে এবং এক রাতের জন্য তারা কত টাকা ভাড়া নিয়ে থাকে এই বিস্তারিত জানতে
পারবেন। যেহেতু কক্সবাজারে অনেক রকমের হোটেল রয়েছে অনেক ক্যাটাগরি হোটেল
রয়েছে তবে আমরা সব হোটেল নিয়ে কথা বলবো না যেগুলো কক্সবাজারে মধ্যে ভালো মানের
হোটেল সেই হোটেল গুলো নিয়েই বিস্তারিত কথা বলব।
আপনি ভাবতে পারেন যে আমাদের হয়তো এই ১০ টি হোটেল থেকে প্রমোট করানোর জন্য বলা
হয়েছে কিন্তু না আমরা কারো হোটেলে প্রমোট করছি না বরং আমরা আপনাদের একটি
মানসম্মত হোটেল সম্পর্কে জানানোর চেষ্টা করছি। যাতে করে কক্সবাজার সমুদ্র
সৈকত ঘুরতে গিয়ে আপনাকে ভালো মানের হোটেল নিয়ে দুশ্চিন্তায় ভর্তি না
হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পর অনায়াসে আপনার পছন্দের হোটেল
দিতে যেন আপনি চেকিং করতে পারেন।
আর তাই আজকের এই সম্পূর্ণ পোস্টটি আমরা আপনাদের সুবিধার্থে লেখার চেষ্টা করেছি
আশা করছি আপনারা সবটুকু পোস্ট করবেন এবং আপনাদের পছন্দের একটি হোটেল চয়েস করে
সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পর সেই হোটেলটিতে আপনি রাত্রে যাপন করবেন। এই
পোস্টটি লেখার মাধ্যমে আমাদের লাভ হচ্ছে আপনাকে আপনার পছন্দের একটি হোটেলে চেকিং
করানো এবং আপনার যেন কোন ধরনের সমস্যা না হয় বা দুর্ভোগ পোহাতে না হয় সেই জন্যই
আমরা আমাদের কাজকে অব্যাহত রেখেছি।
সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা কক্সবাজার
সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা কক্সবাজার এটি হচ্ছে সমুদ্র সৈকত
কক্সবাজারের একটি ফাইভ স্টার হোটেল। যে হোটেলটি খুবই মানসম্মত এবং দামি
হোটেল। এই হোটেলের পরিবেশ অনেক সুন্দর এবং এই হোটেলের অনেক ধরনের ফেসিলিটিজ
আছে যেগুলো আপনি ওখানে যাওয়ার পরই বুঝতে পারবেন। এই হোটেলে প্রায় হাই
প্রোফাইলের লোকজন বেশি থাকে যেহেতু এদেরকে ফাইভ স্টার হোটেল তাই এই হোটেলে
বেশিরভাগ মানুষই ভিআইপি হয়। আপনার যদি ইচ্ছা বা টাকা থাকে তাহলে অবশ্যই আপনি
এই সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা কক্সবাজার হোটেলটিতে রাত্রি যাপন
করতে পারেন।
এই ফাইভ স্টার হোটেলটির সুবিধা সমূহঃ
ফাইভ স্টার রুমে থাকার ব্যবস্থা
আউটডোর সুইমিংপুল
জিম প্যালেস বা ফিটনেস সেন্টার
নিজস্ব বাগান
বিনামূল্যে সৈকত এলাকা ভ্রমণ
সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা
সিকিউরিটি গার্ডের সুব্যবস্থা
এই হোটেলটিতে থাকার বিনিময়ে আপনি এই ধরনের সুবিধা সমূহ গুলো পেতে পারেন। এই
হোটেলটিতে এক রাত যাপন করার জন্য আপনাকে ৭৪১৪৳ টাকা মাএ প্রদান করতে হবে। তাহলে আশা করছিসি পার্ল বিচ রিসোর্ট এন্ড
স্পা কক্সবাজার এই হোটেলটি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন।
কক্সবাজারের সায়মান বিচ রিসোর্ট
সায়মান বিচ রিসোর্ট কক্সবাজারের একটি খুব বড় হোটেল। কয়েক দশকেরও বেশি সময় ধরে
মানসম্পন্ন বা খুব ভালো সেবা প্রদানের ইতিহাস রয়েছে এই রিসোর্ট এর। একটি রুম বা
স্যুট বুক করার জন্য প্রচুর উপায় রয়েছে।
রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অনেক সুবিধা দেওয়ার সাথে সাথে এটি একটি ৫
স্টার হোটেল। আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে নিয়ে মানসম্পন্ন এই হোটেলে
খুব বালো সময় কাটাতে করতে পারেন, সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন অথবা স্পা এর
সেবা নিতে পারেন। আপনার প্রয়োজনের উপর নির্ভর করে তাদের অনেক অফার রয়েছে যা
আপনি পাবেন। আপনি যদি কক্সবাজার ভালো মানের হোটেল কোনগুলো খুঁজেন তাহলে এটি
আপনার জন্য বেষ্ট পছন্দ হবে।
রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এর প্রধান প্রধান সুবিধাঃ
সমুদ্র ভালোভাবে ঘর দেখতে পাবেন এমন রুম
ফ্রি পার্কিং সেবা পাবেন
বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন
সুইমিং পুল আছে যেখানে আপনি দিন রাত ২৪ ঘন্টা সাঁতার কাটতে পারবেন
জিম এবং ফিটনেস সেন্টার আছে
রুমের মধ্যেই রান্নাঘর, মিনিবার এবং রেফ্রিজারেটর এর সুবিধা রয়েছে
আইসক্রিম পার্লার এবং গেমিং জোন আছে যেখানে আপনি ভালো সময় পার করতে পারবেন
কক্সবাজারের লং বিচ হোটেল
কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকত ভালো ভাবে দেখতে পাবেন এই হোটেল থেকে। এটি একটি
খুব সুন্দর নিখুঁত অবস্থানে অবস্থিত এবং পর্যটকদের একটি সুন্দর সময় কাটানোর
জন্য একটা ভালো জায়গা। এই হোটেল একটি রোমান্টিক ট্রিপ বা একটি ব্যবসায়িক কাজের
জন্য অনেক ভালো হোটেল।
লং বিচ হোটেল এর প্রধান সুবিধা গুলো হলঃ
রুম থেকেই সমুদ্র দেখার ঘর
বিনামূল্যে পার্কিং এর সুবিধা
বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
রুমের মধ্যে কোনো শব্দ ছাড়া শান্ত একটা পরিবেশ পাবেন
পার্সোনাল ব্যালকনি
গেম কর্নার
অ্যালেগ্রো হলিডে রিসোর্ট
অ্যালেগ্রো হল একটি থ্রি স্টার হোটেল বা রিসর্ট যা আপনাকে বেশিরভাগ বিলাসবহুল
হোটেলের সেবা প্রদান করে। এটি দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পাশে অবস্থিত
এবং আপনি এখানে আপনার পরিবারের সাথে খুব সুন্দর সময় উপভোগ করতে পারেন। এটা
ছাড়াও কক্সবাজার ভালো মানের হোটেল কোনগুলো তা জানতে নিচে পড়তে থাকুন।
অ্যালেগ্রো হলিডে রিসোর্ট এর প্রধান বৈশিষ্ট্য গুলো হলঃ
খুব শান্ত রুম এবং ফায়ারপ্লেস
বিনামূল্যে পার্কিং সুবিধা
বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
জিম বা ফিটনেস সেন্টার পাবেন
বিলাসবহুল স্যুট
হোটেল কোরাল রিফ
হোটেল কোরাল রিফ হল একটি মধ্য-পরিসরের ক্যাটাগরির হোটেল এখানে আপনি প্রচুর
পরিমাণে ভালো সুযোগ সুবিধা পাবেন। এটি ব্যবসায়িক মিটিং বা কনফারেন্সের জন্য
খুবই উপযুক্ত হোটেল। আপনিও আপনার পরিবারের সাথে একটি দুর্দান্ত ছুটি কাটেতে
পারেন।
হোটেল কোরাল রিফ এর প্রধান বৈশিষ্ট্য গুলো হলঃ
মিটিং রুম
বিনামূল্যে পার্কিং সুবিধা
বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন
গাড়ী ভাড়া সেবা
ফ্যামিলি স্যুট
বাচ্চাদের খেলার আলাদা জায়গা
ইনানী রয়েল রিসোর্ট
ইনানী রয়্যাল রিসোর্ট হল একটি বিলাসবহুল ত্রি স্টার রিসোর্ট যা ইনানী সমুদ্র
সৈকতে অবস্থিত যা মূল শহর থেকে ২ কিলোমিটার দূরে। অনেক মানুষ শান্তিপূর্ণ ভাবে
তাদের ছুটি কাটাতে সমুদ্র সৈকতে বেড়াতে আসেন এবং এখানে থাকেন।
ইনানী রয়েল রিসোর্ট এর প্রধান বৈশিষ্ট্য গুলো হলঃ
বিমানবন্দর পরিবহন সেবা
বিনামূল্যে পার্কিং সেবা
বিনামূল্যে ইন্টারনেট
শিশুদের খেলার আলাদা জায়গা
বেবিসিটিং পরিষেবা
ওশান প্যারাডাইস হোটেল কক্সবাজার
কক্সবাজারের একটি খুব জায়গার হোটেল হল ৫ স্টার হোটেল ওশান প্যারাডাইস হোটেল
অ্যান্ড রিসোর্ট। শহরের সেরা হোটেল গুলোর মধ্যে একটি জানা যায় এর থেকে ভালো
সেবা পাওয়া যায়। এই হোটেলটি আপনার থাকার সুবিধা বাড়াতে ডিজাইন করা এবং এটা
অনেক সুবিধার পাশাপাশি একটি বিলাসবহুল পরিবেশ আপনাকে প্রদান করে।
এই হোটেল অতিথিদের একটি অনেক বড় টিভি, এয়ার কন্ডিশনার এবং একটি রেফ্রিজারেটর
সহ অনেক রুম সুবিধার একটি ভালো অফার করে এবং বিনামূল্যে ইন্টারনেট অ্যাক্সেস
পাওয়া যায় বলে যে কোনো সময় অনলাইনে যাওয়া সম্ভব৷ আপনার ছুটিকে আরও
আনন্দদায়ক করতে হোটেলটি একটি দরজা, একটি ছাদের টেরেস এবং রুম সেবা দেয়।
কক্সবাজার ভালো মানের হোটেল কোনগুলো যদি জানতে চান তাহলে এটা আপনার ছুটি
কাটানোর জন্য খুব ভালো একটা হোটেল।
ওশান প্যারাডাইস হোটেল কক্সবাজার সুবিধাসমূহঃ
রাত কাটানোর জন্য সুন্দর গোছানো রুম
আউটডোর সুইমিং পুল
উন্নত মানের রেস্টুরেন্ট ব্যবস্থা
হোটেল থেকে বীচ দেখার ব্যবস্থা
উন্নত মানের কফি হাউজ
গাড়ি পার্কিং এর সুব্যবস্থা
সি সি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা
হোটেল নিশোরগো কক্সবাজার
কক্সবাজারের নিশোরগো হোটেল অ্যান্ড রিসোর্ট হল একটি অবকাশকালীন হোটেল যেখানে
মানুষ শহরের জীবন থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে সমুদ্র এবং প্রকৃতিতে বসবাসের
জন্য এসে খুব ভালোভাবে থাকতে পারে। এই হোটেলটি বাংলাদেশের কক্সবাজারে নীল
বঙ্গোপসাগরে অবস্থিত; নীল বঙ্গোপসাগর হল বিশ্বের বৃহত্তম বালুকাময় সৈকত।
পাহাড়ের চূড়ায় আশ্চর্যজনকভাবে আকর্ষণীয় এবং সুন্দর বৌদ্ধ মন্দির এবং
কক্সবাজারকে ঘিরে থাকা অঞ্চলগুলিতে আদিবাসী উপজাতিগুলিও পাওয়া যায়। এই হোটেল
থেকে আপনি এসব দেখতে পাবেন আর খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন।
হোটেল নিশোরগো কক্সবাজার এর সুবিধা সমূহঃ
রাত কাটানোর জন্য সুন্দর গোছানো রুম
আউটডোর সুইমিং পুল
উন্নত মানের রেস্টুরেন্ট ব্যবস্থা
উন্নত মানের কফি হাউজ
সি সি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা
রিম রিসোর্ট কক্সবাজার
রিম রিসোর্ট কক্সবাজারের একটি ভালো মানের রিসোর্ট যেটিতে আপনি রাত্রে যাপন
করবেন। এই ঋ শক্তি বা হোটেলটি খুবই সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে
গঠিত। এই হোটেলটিতে আপনি রাত্রি যাপন করতে পারবেন কোন দুশ্চিন্তা
ছাড়াই। তারা ১ রাতের জন্য ৬১৪৬৳ টাকা নিয়ে থাকে।
রিম রিসোর্ট কক্সবাজার হোটেলের সুবিধাসমূহঃ
হোটেলের কক্ষে একটি বসার জায়গা
স্যাটেলাইট চ্যানেল সহ একটি ফ্ল্যাট-স্ক্রিন টিভি
বিনামূল্যে প্রসাধন সামগ্রী
একটি ঝরনা সহ একটি ব্যক্তিগত বাথরুম রয়েছে
রিম রিসোর্টের কক্ষগুলোতে বিছানার চাদর এবং তোয়ালে লাগানো আছে।
সর্বশেষ কথা-কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের হোটেল
এতক্ষণ যে পোস্টটি আপনি ধৈর্য সহকারে এমনকি মনোযোগ সহকারে পড়ছিলেন সেই
পোস্টটি ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের ১০টি হোটেল এই
সম্পর্কে। আশা করি আমাদের এই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে
কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের ১০টি হোটেল এই সম্পর্কে বিস্তারিত
ধারণা পেয়ে গেছেন।
যদি আপনার কাছে মনে হয়ে থাকে আমাদের আজকের এই পোষ্টের মধ্যে আপনার প্রশ্নের
সমস্ত উত্তর গুলো আমরা দিতে সক্ষম হয়েছি তাহলে অবশ্যই পোস্টের নিচে একটি
মন্তব্য করে যাবেন কারণ আপনার একটি মন্তব্য আমাদের পোস্ট লেখার আগ্রহ কয়েক
গুণ বৃদ্ধি করে দেয়। এছাড়াও আপনি চাইলে আমাদের এই পোস্টটি আপনার ফেসবুক
আইডিতে এমন কি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন কারণ তারাও এই পোস্টটি
পড়ার মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতের ভালো মানের ১০টি হোটেল এই সম্পর্কে
বিস্তারিত তথ্য এবং ধারণাগুলো পেয়ে যাবে। এছাড়াও এই সম্পর্কিত আরো পোস্ট
পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটটি আপনি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
ড্রিম সেন্টার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url