অনলাইনে ইনকাম করার সহজ উপায় - অনলাইনে ইনকাম করার উপায়
প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম আজকের এই আর্টিকেলটি অনলাইনে কিভাবে টাকা ইনকাম করার যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোষ্টের মধ্যে অনলাইনে এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম বা আয় করার যায় এই নিয়ে সমস্ত তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও এই আর্টিকেলটির মধ্যে অনলাইন আয় ইনকাম সম্পর্কে কয়েকটি তথ্য এবং বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে যে সমস্ত ইনকামগুলো আসে সে সমস্ত ইনকাম গুলো নিয়েও এই পোস্টটির মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন তাহলেই বুঝতে পারবেন অনলাইনে আয় ইনকাম করার উপায় গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ধারণাগুলো।
পোস্ট সূচিপত্রঃ অনলাইনে ইনকাম করার সহজ উপায়
- ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় -১
- ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় -২
- ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় -৩
- ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় -৪
- ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় -৫
- ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় -৬
- সর্বশেষ কথা
ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -১
ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় পোস্ট দেখা যায়। সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়? হ্যাঁ যায় তবে স্বপ্নের মতো আয় করা যায়না । অনেক শ্ৰম করে আয় করতে হয়।নবাবের অলসের যত শুয়ে শুয়ে ডলার তো দূরের কথা, এক কাপ চা ও আপনাকে কেউ দিবেনা।
নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন । আপনাকে বেছে নিতে হবে কোন পথে আপনি এগুবেন । ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে। আবার প্রতারক ফাঁদ ও আছে। তাই সাবধানতার সাথে বুঝে শুনে আপনাকে পথ চলতে হবে। আমি এখানে আপনাদের কিছু সঠিক পথ দেখানোর চেষ্টা করব।
আরো পড়ুনঃ অনলাইন থেকে অর্থ উপার্জন করার ৬ টি সহজ উপায়
তবে এক ক্লিকে ১ কোটি ডলার বা সাইন আপ করেই ৫০ হাজার ডলার নিয়ে নিন । এমন কিছু এখানে পাবেন না।যারা রাতারাতি বড় লোক হতে চান তারা মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার পোস্ট পড়ে । প্রথমে টাকা উত্তলনের বিষয়ে আলোচনা করব।কারন এটি সবচেয়ে গুরুত্ব পূর্ণ।
টাকা উত্তলনের কয়েকটি পথ আছেঃ
- চেক করুন
- পাইওনিয়ার ডেট মাস্টার কার্ড
- মানি বুকার্স
- ওয়েস্টার্ন ইউনিয়ন
- ব্যাঙ্ক ওয়্যার ট্রান্সফার
- ভিসা কার্ড
এগুলো ছাড়া অন্যান্য ক্রেডিট দেবিড কার্ড দিয়েও টাকা আনতে পারবেন । এখানে বোঝার বিষয় হচ্ছে। একএকটি প্রতিষ্ঠান এক একেক পথে টাকা পাঠায় । যেমন কিছু সাইট আছে যারা পে পেইলে টাকা প্রদান করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পেপেইল আমাদের জন্য ভালো বন্ধু নয়।কারন বাংলাদেশ যানি লন্ডারিং আইনে পেপেইল সাপোর্ট করেনা ।
কিছু প্রতিষ্ঠান থেকে আপনি চেক পেতে পারেন যেমন গুগল। আপনি যদি গুগল এড সেন্সে কাজ করেন। চেকের মাধ্যমে টাকা পাবেন। এক কথায় পে পেইল ছাড়া সবগুলো আমাদের দেশের জন্য সহায়ক। কাজ শুরুর পূর্বেই আপনি জেনে নিবেন কোন পথে টাকা নিয়ে আসা আপনার জন্য সহায়ক হবে। আপনার জন্য সহায়ক প্রতিষ্ঠানে কাজ করা আপনার জন্য ভালো হবে।
টাকা আয়ের কয়েকটি পথঃ
- আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে । ২। ফ্রিলান্সি (Freelancing )
- গ্রাফিক্স কমপিটিশন (Graphice Competition )
- www.bidvertiser.com
- টেমপ্লেট বিক্রয়।
- গ্রাফিক্স ডিজাইন বিক্রয় ।
- এনিমেশন বিক্রয় ৷
- ভিডিও ফুটেজ বিক্রি করে ।
- আর্টিকেল লিখে বা রিভিউ লিখে ৷
- টেকস লিংক সংযোগ করে (Text link-ads )
ইত্যাদি পথ রয়েছে।বিজ্ঞাপন দেখে, সাইন আপ করে, এস এম এস করে এগুলো আমি অনিশ্চিত। যাই হোক আজ এ পর্যন্ত । আগামিতে আয় শুরু করার পদ্ধতি জানার চেষ্টা করব।
ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -২
আজকে আলোচনা করব আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে কি ভাবে আয় করা যেতে পারে। বাস্তবে আমাদের যেমন কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। নেট থেকেও ঠিক সেভাবে কষ্ট করেই উপার্জন করতে হবে । আপনি যদি আপনার সঠিক গন্তব্যে যেতে চান । আপনাকে লেখাপড়ার পাশাপাশি ।
বিভিন্ন ধরনের কাজ জানতে হবে । খুব ভালো ভাবে জানতে হবে। আত্নবিশাস ও ধর্জ্য থাকতে হবে। নিত্য নতুন বিষয় শেখার চেষ্টা করতে হবে। আপনার সাইট রিচ করার ও সাইটে ভিজিটর বাড়ানোর কিছু টিপস পরবর্তীতে দেব ৷ মনে করুন আপনার একটি ওয়েব সাইট বা ব্লগ আছে ।
(টিউনার পেজে ও ব্লগ বানানোর পদ্ধতির পোস্ট রয়েছে ফ্রি বানিয়ে নিতে পারেন। তবে ডোমেন কিনে ওয়েব সাইট বানালে বেশী সুবিধা পাবেন। ) আপনার সাইটে দুই ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করাতে পারেন।
- ব্যক্তিগত ভাবে সংগ্রহ করা বা স্থানীও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে ।
- গুগল এড সেন্স বা এমন অন্যান্য বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে ।
অনেকের ধারণা গুগুল এড সেন্স টাকা প্রদান করেনা । চিটিং করে। আসলে তা নয় আমরা ফেক ক্লিক করলে বা গুগলের সাথে চালাকি করলে গুগল তা ধরে ফেলে । তাই ফেক ক্লিক গুলোর বিনিময়ে গুগল কোন ডলার প্রদান করেনা। কিছুদিন পড়ে গুগল ই মেইল করে জানিয়ে দেয় ' আপনার একাউন্ট বন্ধ করে দেয়া হলো ।
গুগল কি ভাবে ফেক ক্লিক ধরে ফেলে তা আমার জানানেই । তবে এটুকু বলতে পারি আপনার সাইটের গুগল এড গুলতে রুমে বসে ক্লিক করার বা বন্ধুদের বলার প্রয়োজন নেই “ গুগল এড গুলতে ক্লিক দিস বন্ধু।” কারন আপনার অনুরধে আপনার বন্ধু একটি ক্লিক করে সাথে সাথে বের হয়ে গেল । আসলে কেউ যদি জানার জন্য বা প্রয়জনে এড এ ক্লিক করে ।
সে তো সাথে সাথে বের হবেনা সেই সাইট থেকে কিছু জানার বা সংগ্রহের চেষ্টা করবে । যদি কোন ভিজিটর এড এ ক্লিক দিয়ে ধুকেই বের হয়ে যায় ৷ আমার ধারণা তা ফেক ক্লিকের আওতায় পড়বে। আরেক টি মজার ব্যাপার হলও মনে করুন টিউনার পেজে গুগল এড সেন্স এড দিলো । তারা কিন্তু প্রসাধনীর এড দিবেনা । তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট এড দেবে। তাই গুগল এড সেন্স থেকে সহজেই আয় করা যায় ।
গুগল এ্যাড সেন্স একাউন্ট পেতে হলে আপনার একটি ইমেল, ওয়েব সাইট /ব্লগ থাকতে হবে । তারপর আপনাকে এ্যাড সেন্স একাউন্ট করতে হবে। গুগল আপনার সাইট দেখে পছন্দ হলে আপনাকে গ্রহন করবে । তাই আপনাকে খুব সুন্দর ও তথ্যবহুল সাইট করে রিকোয়েস্ট করতে হবে।
এড সেন্স করতে www.google.com/adsense নতুনদের জন্য আমি ১০ টি পদ্ধতি শেষে এডসেন্স একাউন্ট বানিয়ে কনফিগার করা ও এড এর জন্য কোড এপ্লাই করার নিয়ম টুলে ধরব । ভালো থাকবেন সবাই । আরেকটি কথা বাংলা ব্লগে খব সহজে এডসেন্স সবিধা পাবেন না ইংরেজি হলে ভালো হবে।
ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -৩
আমার তালিকায় ফ্রিল্যান্সি রয়েছে ২য় তে। কিন্তু ফ্রিল্যান্সি সকলের জন্য সহজ নয় বিড করে কাজ গ্রহন করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিতে হয়। শিক্ষিত বেকার দের জন্য ও চাকুরী জীবীদের ও মেধাবী ছাত্রদের জন্য একটি খোলা জানালা বলতে পারেন । তাই এটি আমি পরে আলোচনা করব একটু খোলা মেলা ভাবে
আপতত গ্রাফিক্স ডিজাইন কম্পিটিশন করে কি ভাবে আয় করা যায় তা দেখব । গ্রাফিক্স ডিজাইন কম পিটিশন এর অনেক সাইট নেটে সার্চ করলে পেতে পারেন। কিন্তু আমার জানামতে একটি ভালো সাইট। https://99designs.com আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন । আপনার জন্য একটি দারুন আয়ের সম্ভাবনা। এখানে লোগো, টেমপ্লেট ইত্যাদি জমা দিতে পারেন ।
আপনার কাজ ক্লাইন্টদের পছন্দ হলে আপনি বিজয়ী হবেন । একটি বিষয় এখানে জেনে রাখা প্রয়োজন । এখানে দুই ধরনের কন্টেস্ট হয়। একটি সাধারন ও একটি গ্যরান্টেড । সাধারন টির ক্ষেত্রে ক্লাইন্ট এর ডিজাইন পছন্দ না হলে টাকা উঠিয়ে নিতে পারবে। কিন্তু গ্যরান্টেড হলে ক্লাইন্ট টাকা উঠাতে পারবেনা ।
জমা দেয়া কাজ গুলোর মধ্যে থেকে একটি সে বেছে নিতে বাধ্য। তবে গ্যরান্টেড কাজ গুলোতে টাকার পরিমাপ একটু কম হয়। প্রতিদিন যদি অংশ গ্রহন করতে থাকেন । দেখবেন এক সময় আপনার হাতে আলো ধরা দিতে পারে । বিজয়ী লোগো গুলো দেখে আপনি কিছুটা ধারণা পেতে পারেন। অন্যদের সাবমিট করা লোগো গুলো দেখে আপনি ওদের চেয়ে সুন্দর লোগো তৈরি করতে পারেন। অধিকাংশ ক্লাইন্ট কিন্তু পরিষ্কার পরিছন্ন লোগো পছন্দ করে ।
আমি শুধু লোগো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখানে বিভিন্ন রকম ডিজাইনের কন্টেস্ট চলে । শুধু যাত্র ফটোশপ জানলেও শুরু করে দিতে পারেন। পরবর্তীতে অন্যান্য গুলো শিখে ফেলবেন। এখানে আরও একটি মজার বিষয় হলও এখানে কাজ করতে হলে খুব উচ্চ শিক্ষিত হতে হবে এমন কথা নেই। কিন্তু হৃদয়ের সবটুকু ভালবাসা দিয়ে কাজ করতে হবে। এখানে সাইন আপ করে একটি পয়সা পাবেন না। তবে আপনি বিজয়ী হলে । খুব সামান্য কেটে নিবে।
আরো পড়ুনঃ কেন ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ার গড়া উচিত
কারন এটাই এদের ব্যবসা । এরা একটি মাধ্যম হিসেবে কাজ করে যাত্র । এই সাইটে ২০ মিনিট ঘুরাঘুরি করলে সব কিছু বুঝে যাবেন । দুঃখ একটি এত বড় একটি সাইটে সাইন আপ করলে ৫ কোটি ডলার ফ্রি দেয়া তো দূরের কথা ১ সেন্ট ও দেয়না । তাই অনেকে এই সাইট পছন্দ করেনা । সাইন আপ করার সময় একাধিক পদ্ধতির মধ্যে থেকে কোন পদ্ধতিতে টাকা নেয়া আপনার জন্য সহজ হবে উল্লেখ করে দিবেন।
ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -৪
এখন আমরা http://www.bidvertiser.com/ সাইট নিয়ে সম্পর্কে ধারণা নেব। এটিও মুলত গুগল এডসেন্স এর মতই। এড দিয়ে থাকে তাদের বিজ্ঞাপন গুলতে ক্লিক করে ভিজিটররা ভিজিট করলে গুগলের যতই আপনার একাউন্টে টাকা জমা হতে থাকে। নিয়ম নীতি সবকিছুই এডসেন্স এর মতই। যদি আপনি পে পেইল ইউজার হন।
তবে মাত্র ১০ ডলার জমা হলে আপনি আপনার টাকা উঠাতে পারবেন । কিন্তু বাংলাদেশের জন্য এখনো পে পেইল বন্ধু হতে পারেনি । তবে ভয় নেই এরাও চেক এর মাধ্যমে টাকা প্রদান করে থাকে তবে সর্ব নিম্ন ৫০ ডলার হলে আপনি টাকা উঠাতে পারবেন । তাই আমার মতে চেক এর মাধ্যমে টাকা উঠানোই আমাদের জন্য ভালো হবে ।
এখানে একটি দেখার বিষয় হলও আপনাকে পাবলিশার মেনুর অন্তর্গত জয়েন ফ্রি তে গিয়ে ফ্রম ফিলাপ করতে হবে। এবং ফ্রম ফিলাপের সময় আপনি চেক থেকে টাকা উত্তলন করতে চান উল্লেখ করে দিতে হবে। এডসেন্স এর যতই এখান থেকে কোড সংগ্রহ করতে হবে। আশা করি সহজেই করতে পারবেন। যদি না পারেন ভয় নেই । পদ্ধতি গুলো সেয়ার করে প্রয়োজনে একটি একাউন্ট আপনাদের বানিয়ে কোড সংগ্রহ করার পদ্ধতি দেখাবো।
ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -৫
গ্রাফিক্স ডিজাইন বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে । এগুলতে গ্রাফিক্স ডিজাইন কেনা বেচা হয়ে থাকে। এগুলর মধ্যে
সাইট গুলো বেশ ভালো। বিশেষ করে http://graphicriver.net কারন এটি এনভাটর একটি অংশবিশেষ। এনভাটর এর বেশ কিছু সাইট রয়েছে। যাই হোক http://graphicriver.net এই সাইট কাজ করে বড় বড় সপিং মলের মত করে বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখে পাশে মুল্য লেখা থাকে এবং কোন ডিজাইন কত বার সেল হয়েছে তাও দেখা যায় । এখানে কাজ করতে হলে এদের নিয়ম অনুযায়ী আপনাকে ডিজাইন সাবমিট করতে হবে। ওদের পছন্দ হলে একটি মুল্য নির্ধারণ করে সাজিয়ে রাখবে। আপনার ডিজাইন যতবার বিক্রি হবে ততবার আপনার একাউন্টে টাকা জমতে থাকবে।
এখানে জমা দেবার প্রজেক্ট (ডিজাইন) তৈরির সময় আলাদা আলাদা লেয়ারে করতে হবে। কারন যিনি কিনবেন তিনি এডিট করতে পারেন। ওদের নির্দেশিকা পড়ে নিলে সব কিছু সচ্ছ হয়ে যাবে । তো কি বুঝলেন ? টাকা কি গাছের পাতা ? বিদেশীরা জাতে মাতাল হলেও তালে ঠিক থাকে। ওরা
টাকা দেবে কাজের বিনিময়ে। রূপ দেখে নয়, বাংলাদেশের পাওয়ার ফুল রুই কাতলার ধার ওরা - ধারেনা ।ওরা বোঝে কাজ, আপনি যদি বাংলাদেশের এক জন অটো রিক্সা চালক হয়ে রাতে একটি ডিজাইন সাবমিট করেন। এবং বাংলাদেশের পাওয়ার ফুল রুই - কাতলার ছেলে যদি করে ।যদি আপনার টি ওদের ভালো লাগে আপনার টি ওরা গ্রহন করবে।
আপনার ভিতরের লুকায়িত প্রতিভা জাগ্রত করুন । ভালবেসে পরম মমতা দিয়ে ডিজাইন করুন। চেষ্টা করুন একদিন জয় হবেই । সাড়া বিশ্বের কোটি মানুষ যদি পারে আপনি কেন পারবেন না ? আপনি ঘুমিয়ে থাকবেন কোন সাইটে সাইন আপ করে, ইন্টারনেট আপনাকে টাকা দিবে এমন ধারণা মন থেকে মুছে ফেলুন। স্কিল্ড হবার চেষ্টা করুন। স্বপ্নের সাথে শত্রুতা করে কাজের সাথে বন্ধুত্ব গড়ুন স্বপ্ন আপনার হাতে ধরা দেবে আমার বিশ্বাস।
ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -৬
ওয়েবটেম্পলেট বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে। সেগুলর মধ্যে একটি হলও http://themeforest.net/ এটিও এনভাটো নেটওয়ার্ক এর একটি সাইট। এনভাটোর কোন একটি সাইটে আপনি সাইন আপ করে থাকলে সেই ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। শুধু কুইজে অংশ নিয়ে কাজ শুরু করতে হবে।
এবং কাজ জমা দেবার নির্দেশিকা ভালো করে বুঝে নিতে হবে। http://themeforest.net/ এ আপনি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন । আপনি যদি ভালো ওয়েব ডিজাইনার হন তাহলে দেড়ি না করে এখানে চেষ্টা করতে পারেন । এখানে এইচ টি এম এল, ওয়ার্ড প্রেস, জুমলা, পি এস ডি টেম্পলেট ইত্যাদি ধরনের টেম্পপ্লেট বেচাকেনা হয়। আরেক টি বিষয় এখানে লক্ষণীয় এইচ টি এম এল, পি এস ডি টেম্পলেট এর চেয়ে জুমলা দিয়ে বানানো টেম্পলেট গুলোর মুল্য একটু বেশী দেখা যায় ।
এই সাইটে একটু সময় দিলেয় বুঝে যাবেন কোন ধরনের টেম্পলেট গুলোর চাহিদা বেশী । এই সাইটে কোন কপি বা অন্য কোন ফ্রি টেম্পলেট আপনি একটু মডিফাই করে জমা দেবার সুযোগ নেই । আপনার নিজের তৈরী টেম্পলেট হতে হবে। আরও একটি জানার বিষয় হল এখানে দুই ভাবে টেম্পলেট সাবমিট করতে পারেন। একটি এক্সক্লুসিভ অন্যটি সাধারন।
এক্সক্লুসিভ হিসেবে আপনি যদি সাবমিট করেন তবে তা আর অন্য মার্কেট প্লেসে সাবমিট করতে পারবেন না । সাধারন হিসেবে যদি জমা দেন সেটি আপনার পূর্ণ অথারিটি থাকবে আপনি ইচ্ছে করলে একাধিক মার্কেট প্লেসে জমা দিতে পারবেন। তবে এক্সক্লুসিভ হিসেবে জমা দিলে সাধারনের তুলনাই কমিশন একটু বেশী পাবেন । আপনার সাবমিট করা টেম্পলেট টি যদি এদের পছন্দ না হয় ।
আরো পড়ুনঃ ঘরে বসে টাকা ইনকাম করার ১০টি সহজ উপায়
আপনাকে পুনরাই এরা একটি মেইল করবে। কিছুটা পরিবর্তনের দিক নির্দেশনা দিয়ে। ফলে আপনার জন্য বোঝে উঠা খুব সহজ হয়ে যাবে ওদের পছন্দের ধারা কি বুঝলেন ? এরাও কিন্তু পকেট থেকে আপনাকে টাকা দিবেনা ।এরা আপনার প্রতিভাকে বিশ্বের বাজারে তুলে ধরবে। আপনার প্রতিভাকে কাজে লাগিয়ে এরা কিছু আয় করবে। কিছু আপনাকে দিবে।
সর্বশেষ কথা
এতক্ষণ যে পোস্টটি আপনি ধৈর্য সহকারে এমনকি মনোযোগ সহকারে পড়ছিলেন সেই পোস্টটি ছিল কিভাবে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে। আশা করি আমাদের এই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় এই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন।
যদি আপনার কাছে মনে হয়ে থাকে আমাদের আজকের এই পোষ্টের মধ্যে আপনার প্রশ্নের সমস্ত উত্তর গুলো আমরা দিতে সক্ষম হয়েছি তাহলে অবশ্যই পোস্টের নিচে একটি মন্তব্য করে যাবেন কারণ আপনার একটি মন্তব্য আমাদের পোস্ট লেখার আগ্রহ কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। এছাড়াও আপনি চাইলে আমাদের এই পোস্টটি আপনার ফেসবুক আইডিতে এমন কি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন কারণ তারাও এই পোস্টটি পড়ার মাধ্যমে ইন্টারনেট থেকে টাকা আয় ইনকামের কয়েকটি উপায় গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ধারণাগুলো পেয়ে যাবে। এছাড়াও এই সম্পর্কিত আরো পোস্ট পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটটি আপনি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
ড্রিম সেন্টার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url