২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে ০-২ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
বর্তমান ফুটবলকে শাসন করার দেশ আর্জেন্টিনা। একের পর এক ম্যাচ জয় করে ২০২৬
বিশ্বকাপর নিশ্চিত করে নিচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এত
সুন্দর্য যেন মনে হয় আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে রয়েছে, তাইতো ম্যাচের পর
ম্যাচ জয় দেখা পাচ্ছে। আর্জেন্টিনার খেলা দেখে মনে হচ্ছে তারা মাঠে নামিয়ে
জয়ের জন্যই জয় ছাড়া যেন তারা কিছুই বোঝেনা। আর্জেন্টিনার কোচ
মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি নেতৃত্বে আর্জেন্টিনার একের পর এক জয়।
দিনটি ছিল অক্টোবর মাসের ১৮ তারিখ বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয়েছিল
আর্জেন্টিনা বনাম পেরু।পেরুর ঘরের মাঠে গিয়ে জয় নিশ্চিত করে আসলো মেসির
আর্জেন্টিনা। মেসির পায়ের জাদুতে বিশ্ব চ্যাম্পিয়নরা পেরুর বিরুদ্ধে
ম্যাচে জয় নিশ্চিত করে। একের পর এক মেসির গোলে পেরুকে হারিয়েছে
আর্জেন্টিনা। মেসি, ম্যাক এ্যালিস্টার ক্রিস্টিয়ানো রোমেরোর দেওয়া.৩০
মিনিটে কোন গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে ম্যাচ চলার ৩২
মিনিটে দিনার স্ট্রাইকার গঞ্জালেজ এর অ্যাসিস্ট্যান্ট মেসি গোল
পায়।
আরো পড়ুনঃ মেসি কেন বিশ্বের সেরা প্লেয়ার
এতে করে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। এরপর ১০ মিনিট বল দেওয়া
নেওয়ার মাধ্যমে ৪২ মিনিট এর মাথায় আর্জেন্টিনার মিডফিল্ডার
এঞ্জো ফার্নাদেজ এর অ্যাসিস্টেট মেসি দ্বিতীয় গোলটি পাই। আর এই
মেসির জোড়া গলেই আর্জেন্টিনা ২-০ গোলে পেরুকে উড়িয়ে দিয়েছে। তারপর হাফ
টাইমের পর কোন গোলের দেখাও পায়নি পেরু এবং লিওনেল স্কালোনি দল আর্জেন্টিনা।
আশা করি, উপরোক্ত সমস্ত তথ্যগুলো পড়ার মাধ্যমে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচের
সমস্ত তথ্যাদি আপনি পেয়ে গেছেন। এমন খেলার আরো সংবাদ পেতে চাইলে আমাদের
ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে থাকুন, ধন্যবাদ।
ড্রিম সেন্টার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url